শ্রদ্ধার সঙ্গে মনীষী পঞ্চানন বর্মার ৯০ তম তিরেধান দিবস পালন রাজগঞ্জে

আজ রাজবংশী জাতির জনক মনীষী পঞ্চানন বর্মার ৯০ তম প্রয়াণ দিবস। এই দিনটি শ্রদ্ধার সঙ্গে পালন করা হলো রাজগঞ্জের বিভিন্ন স্থানে। পাশাপাশি সোমবার রাজগঞ্জের মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের মেহেন্দিগঞ্জ এলাকার ‌ করোতোয়া নদীর পাড়ে চিয়ারিখাড়িতেও পঞ্চানন বর্মার প্রয়াণ দিবস পালন করা হয়। ‌

উত্তরবঙ্গ ক্ষত্রিয় রাজবংশী কুলগুরু কুলশিষ্য ও ভক্ত সমাজসেবা প্রতিষ্ঠানের উদ্যোগে পঞ্চানন বর্মার মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি এদিন পঞ্চানন বর্মার অবদান ও কৃতিত্বর দিকটিও তুলে ধরা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ক্ষত্রিয় রাজবংশী কুলগুরু ও কুলশিষ্য ও ভক্ত সমাজসেবা প্রতিষ্ঠানের সভাপতি করুণাকান্ত অধিকারী, হরদেব অধিকারী, মাটিগাড়া – নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন সহ অন্যান্যরা। ‌