প্রতিবছরের মতো এবারও রাজগঞ্জের সাহুডাঙ্গিতে আয়োজন করা হল ছিন্নমস্তাক কালী পূজার

প্রতিবছরের মতো এবারও ছিন্নমস্তক কালীপুজো হচ্ছে রাজগঞ্জের সাহুডাঙ্গিতে। ওই ছিন্নমস্তক কালীপুজো এবছর ৪৩তম বর্ষ। আজ সন্ধ্যা থেকে পুজো শুরু হবে। তবে পুরোহিত নয়, স্থানীয় ভাষায় ধামি পুজো করেন। তবে ওই পুজো করা হয় মূল কালীপুজোর সাতদিন পর।

রাজগঞ্জের সাহুডাঙ্গি ও পাঘালুপাড়ার বাসিন্দাদের যৌথ উদ্যোগে ছিন্নমস্তক কালীপুজো করা হয়। পুজো কমিটির সদস্যরা বলেন, যেখানে পুজো করা হচ্ছে সেখানে আগে একটা শেওড়া গাছের নিচে পুজো করা হত। সেখানে স্থায়ী পাকা মন্দির করা হয়। প্রথম থেকেই পুরোহিত নয়, সমাজের ধামি পুজো করেন।

প্রতিবছর পুজোতে দুই শতাধিক পাঠা ও হাজারের অধিক পায়রা উৎসর্গ করা হয় ।মানত করলে তা পূর্ণ হয়, এই বিশ্বাসে উত্তরবঙ্গের বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন পুজো দিতে। এই পূজোর পাশাপাশি দুস্থদের মধ্যে মশারি বিতরণ করা হবে।