সাধারন মানুষদের সহায়তায় সোনারপুরে হার্টের সমস্যার বেসিক ট্রিটমেন্ট

হার্টের সমস্যার জন্য সাধারন মানুষকে আর পাড়ি দিতে হবে না সুদূর বিদেশে। প্রত্যন্ত এলাকার থেকে শুরু করে শহরের মানুষদের চিকিৎসা পরিষেবায় বিশেষ সুবিধা দিতে সোনারপুরের রামচন্দ্র জোয়ারদার পলি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। এই ক্লিনিকে রোগীরা বিভিন্ন বেসিক ট্রিটমেন্ট এবং টেস্ট-এর সুবিধা পাবেন যেমন Blood tnr, hs CRP, hs ripi, apo B, LP a-এর টেস্টগুলির সম্পূন্ন প্যাকেজ পেয়ে যাবেন মাত্র ২৫০০।

তবে জটিল রোগের চিকিৎসা হবে চেন্নাইতেই। এই চিকিৎসা পরিষেবা চালু হওয়ায় বাড়তি সুবিধা মিলবে বিস্তীর্ণ দক্ষিণ ২৪ পরগনার মানুষদের। তাই এই বিষয়টি সর্বসাধারণের জ্ঞাতার্থে তুলে ধরার আবেদন রইল। এর ফলে উপকৃত হবেন বহু মানুষ।

চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক বিজয় কুমারের (সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট) কাছে প্রাথমিক পর্যায়ে রোগের চিকিৎসা পাবেন রোগীরা। প্রতি মাসে একবার করে তিনি সোনারপুরে এই নির্দিষ্ট চেম্বারে বসবেন। পরবর্তীতে এই চেম্বারে আরও অ্যাডভান্স চিকিৎসা পরিষেবা ও মিলবে বলে জানা গিয়েছে।