গত ৩৬ ঘণ্টায় একাধিক বার ভূমিকম্প হয়েছে তুরস্কে। সরকারি হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত সোমবারের ভূমিকম্পের জেরে প্রায় ৪০০০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে প্রায় ২ কিলোমিটার গভীরে।
সোমবার ভোরে ৪টে নাগাদ কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়ার নানান এলাকা। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৭.৮। কম্পনের উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্ক।
অসহায় তুরস্কের পাশে এসে দাঁড়ালেন ফুটবল খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তুরস্কের ফুটবলার মেরিহ ডেমিরাল জানিয়েছেন যে, ‘আমার সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কথা হয়েছে। তুরস্কের দুরবস্থার কথা শুনে রোনাল্ডো খুবই ভেঙে পড়েছে। আমার কাছে রোনাল্ডোর সই করা একটা জার্সি রয়েছে। সেই জার্সি নিলামে বিক্রি করা হবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ ভূমিকম্প পীড়িত অঞ্চলের আর্ত মানুষের ত্রাণকার্যে ব্যবহার করা হবে।