তুরস্কের পাশে সাহায্যের হাত বাড়ালো কাতার

ভয়ঙ্কর পরিস্থিতি। ভূমিকম্পে গিয়েছে হাজার হাজার প্রান, ছারখার হয়ে গিয়েছে তুরস্ক। ক্রমাগত বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে তুরস্ক ও সিরিয়ার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ৷ তুরস্কের পাশে দাঁডিয়ে ভারত শুরু করেছে ‘অপারেশন দোস্ত’৷ পাশে এসে দাঁড়াল কাতার। ২০২২ সালের ডিসেম্বরে ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল কাতারে। সিরিয়া এবং তুরস্কের ঘরছাড়া মানুষের আশ্রয় দিতেই এবার বিশ্বকাপের জন্য তৈরি ১০ হাজার কেবিন এবং ক্যারাভ্যান পাঠানোর কথা ঘোষণা করল কাতার৷

দোহা বন্দর থেকে তুরস্কের উদ্দেশে পাঠানো হবে বেশ কিছু চলমান কেবিন এবং ক্যারাভ্যান। আগামী দিনে ধাপে ধাপে তুরস্ক এবং সিরিয়ায় আরও ত্রাণসামগ্রী এবং চলমান কেবিন পাঠানো হবে বলেও জানিয়েছেন কাতারের এক আধিকারিক। ইতিমধ্যেই কাতার থেকে ১৩০ জনের একটি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে তুরস্কে৷ পাঠানো হয়েছে ১০০ টন ত্রাণ সামগ্রী৷ পরিস্থিতি খতিয়ে দেখতে তুরস্কে গিয়েছেন কাতারের এমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। 

সীমান্তবর্তী তুরস্কষ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.৮৷ বিধ্বংসী ভূমিকম্পে দুই দেশ মিলিয়ে এখনও পর্যন্ত ৩৩ হাজার মানুষের মৃত্যুর খবর মিলেছে। সেখানে ঘরছাড়া মানুষের জন্য বিশ্বকাপের সময় ব্যবহৃত চলমান কেবিন এবং ক্যারাভ্যানগুলি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন কাতার প্রশাসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *