প্রদীপের নীচে অন্ধকার, শহরের অব্যাবস্থা নিয়ে এমন ভাবেই বিগত বোর্ডকে দোষারোপ করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।
জানা গেছে, প্রত্যেক শনিবার এক ঘন্টা মানুষের সমস্যার কথা গুরুত্ব সহকারে শুনছেন মেয়র গৌতম দেব এবং তা সমাধানের চেষ্টা করছেন তিনি। তবে ভুরি ভুরি অভিযোগ এবং সেই সমস্যার সমাধান করতে শিলিগুড়ির পুরসভাকে খেতে হচ্ছে হিমসিম। এর জন্য তীক্ষ্ণ ভাষায় বিগত বোর্ডকে আক্রমন করলেন মেয়র।
তিনি প্রশ্নের সুরে বলেন, প্রদীপের নিচে অন্ধকার কেন? বিগত বোর্ড গুলি কি কাজ করেছে, যার জন্য আজ শহরের চিত্রটা এমন বেহাল।