জিপিএফআই-এর বৈঠকে আলোচনা হল ডিজিটাল পেমেন্ট সিস্টেম নিয়ে

গ্লোবাল পার্টনারশিপ ফর ফিনান্সিয়াল ইনক্লুশনের দুইদিনব্যাপী দ্বিতীয় বৈঠক হল হায়দ্রাবাদে। এই বৈঠকে ডিজিটাল পেমেন্ট সিস্টেম নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এছাড়া, ‘ফিনান্সিয়াল ইনক্লুশন’ ও ‘প্রোডাক্টিভিটি গেইন’-এর জন্য ‘ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার’-এর গুরুত্ব নিয়েও আলোচনা হয়েছে।

প্যানেল ডিসকাশনের সময়ে ‘বেটার দ্যান ক্যাশ অ্যালায়েন্স’-এর এমডি ড. রুথ গুডউইন গ্রোয়েন ‘ডেভেলপমেন্ট অব ইনোভেটিভ পেমেন্ট সিস্টেমস’ বিষয়ে একটি প্রেজেন্টেশন পেশ করেন। এরপর প্যানেল ডিসকাশন হয় ‘সিম্পোজিয়াম অন ডিজিটাল পেমেন্টস অ্যান্ড রেমিট্যান্সেস’ বিষয়ে। দুইদিনের বৈঠকে ‘ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যাকশন প্ল্যান ২০২৩’-এর বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে। এই অ্যাকশন প্ল্যান অনুসারে ২০২৪ সালের ‘ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যাকশন’ পরিচালিত হবে। আলোচনায় অংশ নিয়েছিলেন বাংলাদেশ, ভুটান, ইজিপ্ট, ইথিওপিয়া, ঘানা, জর্ডন, মালওয়ে, মালদ্বীপ, নেপাল, ওমান, ফিলিপাইন্স, পোলান্ড, সেনেগাল, সিয়েরা লিওন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনামের প্রতিনিধিগণ।

এই বৈঠকের আগে হায়দ্রাবাদে উদ্বোধনী অনুষ্ঠানে ‘ইন্ডিয়া অ্যান্ড দ্য গ্লোবাল সাউথ: আ ভিশন ফর আ শেয়ার্ড ফিউচার’ শীর্ষক একটি আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, প্রথম জিপিএফআই বৈঠক হয়েছিল কলকাতায়, জানুয়ারির ৯-১১ তারিখে।