শৌচাগার উদ্বোধনের পরও ঝুলছে তালা, ক্ষোভ গেটবাজারের ব্যাবসায়ীদের

ব্যাবসায়ীদের আবেদন মেনে মাস তিনেক আগে ঘটা করেই এসজেডিএ ও পুরসভার যৌথ উদ্যোগে উদ্বোধন হয়েছিল এনজেপি গেটবাজারের নব নির্মিত শৌচাগার।খোদ মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী নিজের হাতে এই শৌচাগারের উদ্বোধন করেন।

তবে কয়েকমাস গড়ালেও তালা বন্ধ অবস্থায় পরে রয়েছে ওই নতুন শৌচাগারটি।বিদ্যুৎ ও জলের কোন ব্যাবস্থাই নেই ওখানে।জানাগেছে এসজেডিএ ওই শৌচাগার নির্মান করেই পুরসভার হাতে তুলে দেয়।তার পর থেকেই তালা বন্ধ অবস্থায় পরে রয়েছে।এদিকে শৌচাগার চালু না হওয়ায় অনেকে প্রকাশই শৌচ্যকর্ম করছে।

অনেকে দূর দুরেন্ত গিয়ে শৌচকর্ম সারছেন।ফলে নানান অসুবিধের সন্মুখীন হতে হচ্ছে ব্যাবসায়ীদের।তারা দ্রুত এই সমস্যার সমাধানের দাবি জানান।অন্যদিকে কি কারনে ওই শৌচাগারের তালা বন্ধ তা অজানা পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকারের।কেন চালু হয়নি সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে দ্রুত শৌচাগার চালুর আশ্বাস দেন তিনি।