বীজের মূল্য বৃদ্ধি হলেও আস্থা হারাননি কৃষকেরা

আলুর বীজ ও সারের দাম চড়া সত্বেও, ২৫ দিন পেরিয়ে গেলেও হাল ছাড়েননি জলপাইগুড়ির সারদাপল্লীর তিস্তার চরের কৃষকরা। তিস্তার চরে আগাম আলু চাষ করে লাভবান হন কৃষকরা। কিন্তু এবারের আবহাওয়ার খামখেয়ালিপনায় এক প্রকার প্রায় ভেস্তেই গেছে তিস্তার চরের চাষাবাদ। অনেকেই শীতকালীন ফসল হিসেবে দুর্গা পুজোর আগে প্রচুর জমিতে শাক সবজি লাগিয়েছিলেন।কিন্তু জলপাইগুড়ির তিস্তায় হঠাৎ জল বেড়ে যাওয়ায় সবজির চারা পোনা নষ্ঠ হয়ে যায়।

তা জলের তলায় চলে যায় জল কমলে কিছুদিন পর আবার আলু চাষের জন্য জমি তৈরী করেন। আবারও ভারি বৃষ্টির কারণে অনেক জমিই কাদায় পরিনত হয় ফলে আলুর চাষ  পিছিয়ে যায়। আলু চাষী তন্ময় দাস, দেবব্রত মন্ডল বলেন, আমরা দুর্গা পুজোর আগেই আলু চাষ করি কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এবার প্রায় ২৫ দিনের মত পিছিয়ে গেল। আর শুধ আলুই নয়।

এর আগে আগাম শীতকালীন সবজি হিসেবে, ফুলকপি, বাঁধাকপি, মটরশুটি, লংকা, মুলা সহ বিভিন্ন রকমের শাকসবজি  বোনা হয়েছিল কিন্তু তিস্তায় জল বাড়ায় সব চারা পোনা মারা যায়। আবার নতুন করে আলু সহ সব রকমের সবজি চাষ শুরু করেছি। বাকিটা সময়ের অপেক্ষা বলে জানান তাঁরা।