তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম। এবার এই লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচেই নতুন একটি প্রকল্প ‘লাডো লক্ষ্মী যোজনা’ ঘোষণা করা হল।
সামনেই হরিয়ানায় বিধানসভা ভোট। তার আগে সম্প্রতি বিজেপির তরফ থেকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হয়েছে। জানা যাচ্ছে, হরিয়ানায় পদ্ম শিবিরের সংকল্পপত্রে ২০টি প্রতিশ্রুতি রাখা হয়েছে। এর মধ্যে অন্যতম হল মহিলাদের জন্য ‘লাডো লক্ষ্মী যোজনা’। এই প্রকল্পের অধীন রাজ্যের মহিলাদের মাসে মাসে ২১০০ টাকা দেওয়া হবে।
হরিয়ানার মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি বলেন, ‘আমাদের সরকার ৫ বছর আগে করা প্রতিশ্রুতি রেখেছে। ২০১৪ সালে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলো রেখেছি… আমরা আমাদের ইস্তেহার পূরণ করেছি বলেই জনতা আমাদের ওপর বিশ্বাস রেখেছে’।