আসন্ন পূজার আগেই সুখবর, শুরু হতে চলেছে কয়েক কোটির বিনিয়োগ

পরিকাঠামো তৈরি হয়েছে আসন্ন পূজার আগেই সুখবর দিলো রাজ্য সরকার। বড় ধরনের সুখবর, প্রায় ৭ লক্ষ কাজের সুযোগ তৈরি হতে চলেছে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেন, কলকাতার লেদার কমপ্লেক্সে অন্তত ১০,০০০ কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে।

মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা জানান, প্রচুর পরিমাণে ট্যানারি ও জুতো তৈরির কারখানা তৈরি হতে চলেছে। প্রায় ১৪৭টি ট্যানারি ও ১৩৯টি জুতো তৈরির কারখানা তৈরি করা হবে। সেখান থেকেই তৈরি হবে লক্ষাধিক কাজের সুযোগ। প্রায় ৭ লক্ষ কাজের সুযোগ তৈরি হবে। সিদ্ধান্ত নেওয়া হয়, আলিপুরে হিডকোর তরফ থেকে মল বানানো হবে।

এই মলে যে জিনিস পাওয়া যাবে তার ৫০% তৈরি হবে লেদার কমপ্লেক্সে এবং বাকি ৫০% হবে রাজ্যের ক্ষুদ্র শিল্প থেকে উৎপাদিত সামগ্রী। একথা সামনে আসতেই মুখে হাসি ফুটেছে অনেকের।