দুর্নীতি রুখতে বড় ঘোষণা সরকারের

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই মিড ডে মিল স্কিম নিয়ে বিতর্কের শেষ নেই!

কখনও নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ ওঠে, কখনও আবার দুর্নীতি। এই আবহে এবার বিরাট সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। রিপোর্ট অনুসারে, মিড ডে মিল প্রকল্প নিয়ে এবার সোশ্যাল অডিট করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

ইতিমধ্যেই এই মর্মে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে জেলায় জেলায় এই অডিট শুরু হবে। প্রশাসনিক সূত্রে খবর, মিড ডে প্রকল্পে যে অসঙ্গতি রয়েছে তা দূর করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।