ইংল্যান্ডকে ১৫০ রানে পরাজিত করে দুর্দান্ত রেকর্ড টিম ইন্ডিয়ার

রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডকে ১৫০ রানে পরাজিত করে দুর্দান্ত রেকর্ড গড়ে টিম ইন্ডিয়া। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে বিশেষ একটি ক্ষেত্রে ভারত এক নম্বরে ছিল আগে থেকেই। তবে এবার পূর্ণ সদস্য ও সহযোগী সমস্ত দেশ মিলিয়ে একটি সর্বকালীন বিশ্বরেকর্ড নিজেদের দখলে নেয় টিম ইন্ডিয়া। তবে বলা ভালো যে জাপানের বিশ্বরেকর্ডে ভাগ বসায় ভারতীয় দল।

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশিবার ১০০ বা তারও বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়ের সর্বকালীন নজির গড়ে ভারত। টিম ইন্ডিয়া এই নিয়ে মোট ৮ বার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ম্যাচ জেতে। এতদিন এককভাবে এই রেকর্ড ছিল জাপানের নামে। তারাও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ৮ বার ম্যাত জেতে। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে এই নিরিখে ভারতের পিছনে রয়েছে জিম্বাবোয়ে। তারা আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মোট ৬ বার ম্যাচ জেতে। যদিও জিম্বাবোয়ে বেশিরভাগ সময়ে লো প্রোফাইল দলগুলির সাথে ক্রিকেট খেলে।       আইসিসি মোট ১০৪টি দেশকে আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলার অনুমোদন দিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, সহযোগী দেশগুলির ক্রিকেটের মান কোনও ভাবেই পূর্ণ সদস্য দেশগুলির সমান্তরালে রাখা যায় না। তাই সহযোগী দেশগুলির খেলায় একতরফা ম্যাচ জেতা নিতান্ত স্বাভাবিক বিষয়। তবে প্রথম সারির দেশগুলির খেলায় একতরফা ফলাফল দেখতে পাওয়া মুশকিল। সেই নিরিখে ভারতের এই কৃতিত্ব অত্যন্ত উল্লেখযোগ্য সন্দেহ নেই।