২০২৩ এ  টুর্নামেন্টে জিতল ভারতীয় ফুটবল টিম

দীর্ঘ ৪৬ বছর পর ফুটবল মাঠে  লেবাননকে হাড়িয়ে ভারতীয় দল জিতে নিল ইন্টারকন্টিনেন্টাল কাপ। সর্বভারতীয় ফুটবল সংস্থা ২০১৮ সালে নেহরু কাপের আদলে চারদেশীয় ইন্টারকন্টিনেন্টাল কাপের আয়োজন করেছিল যেখানে প্রথমবারই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ভারত।

২০১৯ সালে অবশ্য ভারতের মাটি থেকে ট্রফি জিতে নিয়ে গেছিল উত্তর কোরিয়া। এবার আবার আয়োজিত ইন্টারকন্টিনেন্টাল কাপে রবিবারের ফাইনালে লেবাননকে ২-০ গোলে হারিয়ে ট্রফি নিজেদের দেশে ফেরাল ভারত।টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচেও ভারত ও লেবানন মুখোমুখি হয়েছিল। দেশের মাটিতে টানা ৬ ম্যাচ কোনও গোল না করে ট্রফি জিতে  নিল ভারতীয় দল। 

সুনীল ছেত্রীর(Sunil Chhetri)দলের জন্য বিরাট অঙ্কের  অর্থ পুরস্কার হিসেবে  ঘোষণা করেন ওড়িশার  মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক(Naveen Patnaik)। গোলশূন্য প্রথমার্ধের পর ফাইনালে লেবাননের বিরুদ্ধে লালরিনজুয়ালা ছাংতে গর্জে  ওঠেন ও দলকে অ্যাসিস্ট করে ২-০ গোলে জেতালেন। গোল পেলেন সুনীল ছেত্রীও (Sunil Chhetri)।