আজ পদ্মশ্রী বাইচুং ভুটিয়ার জন্মদিন। আর এই দিনটিকে স্মরণীয় করে তুলতে হ্যাপি ড্রিবল্সের পক্ষ থেকে নেওয়া হলো একটি মহান উদ্যোগ। হ্যাপি ড্রিবল্সের পক্ষ থেকে তার জন্মদিনকে স্মরণীয় করে তুলতে কিছু সামাজিক কার্যক্রম আয়োজিত হলো। পাহাড় ঘুমিয়ি টি এস্টেট এর নিকট নিকটবর্তী এলাকায় অনুষ্ঠিত হলো উক্ত কার্যক্রম। এর মধ্যে ছিল ফুটবল ম্যাচ যেখানে অংশগ্রহণ করেছিল বিভিন্ন জায়গা থেকে আগত চারটি টিম। খেলায় অংশগ্রহণকারী টিমগুলিকে প্রদান করা হয় বিনামূল্যে খেলার সব ধরনের সরঞ্জাম। পাশাপাশি বিনামূল্যে একটি স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয় যেখানে ওই এলাকার মানুষজনের চক্ষু থেকে নিয়ে সব রকমের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা এবং বিনামূল্যে ওষুধ পরিষেবা ও প্রবণ যন্ত্র প্রদান করা হয়। এছাড়াও তাদের মধ্যে বিতরণ করা হয় নানান ধরনের খাবার।
আয়োজকদের ধন্যবাদ জানান বাইচুং ভুটিয়া। খেলার উন্নতির জন্য সকলের মধ্যে অনুপ্রেরণা জাগান তিনি। পাশাপাশি বলেন, খেলার জন্য মাঠের দরকার বর্তমান সময়ে যার সবচেয়ে বেশি অভাব। তিনি বলেন খেলার জন্য এমন একটি পরিকাঠামো দরকার যেখানে মাঠ এবং প্রশিক্ষনের ব্যবস্থা দুই থাকবে। এই প্রসঙ্গে রাজ বসু বলেন, ডুয়ার্স তরাই অঞ্চল নদী পাহাড় জঙ্গল পরিবেষ্টিত যেখান থেকে স্বচ্ছ দেখা যায় কাঞ্চনজঙ্ঘা অর্থাৎ এই এলাকাটি নিঃসন্দেহে একটি ভালো পর্যটন কেন্দ্র। কিন্তু বিশ্ব মানচিত্রে সেভাবে জায়গা দখল করতে পারেনি। তাই খেলার মধ্য দিয়ে কিভাবে এই পর্যটন কেন্দ্রটিকে মানচিত্রে জায়গা করে দেওয়া যায় তারই আপ্রাণ চেষ্টা করে চলেছেন পদ্মশ্রী বাইচুং ঘুটিয়া।