বিশ্ব পর্যটন দিবসে জয় রাইডের ব্যবস্থা করল হিমালয়ান হসপিটাল এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের জন্য টয় ট্রেনে স্টিম ইঞ্জিন এর মাধ্যমে জয় রাইডের ব্যবস্থা করলো হিমালয়ান হসপিটাল এন্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক। বুধবার শিলিগুড়ির জংশন স্টেশন থেকে শুকনা স্টেশন পর্যন্ত এই জয় রাইডের ব্যবস্থা করা হয়। জয় রাইড এর আগে একটি শোভা যাত্রার আয়োজন করে এই সংগঠন।
শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শোভাযাত্রাটি শুরু হয়। সেখানে পা মেলান শিলিগুড়ির মেয়র গৌতম দেব,ডেপুটি মেয়র রঞ্জন সরকার, পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, সংগঠনের সম্পাদক সম্রাট সান্যাল, চিফ এডভাইজার রাজ বসু সহ অন্যান্যরা। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে জংশন রেলওয়ে স্টেশনে এসে শেষ হয় এবং সেখান থেকেই এই টয় ট্রেন জয় রাইডের ব্যবস্থা করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের জন্যই এই রাইডের ব্যবস্থা করা হয়।
পর্যটন দিবসের দিন ছাত্র-ছাত্রীদের আনন্দ দিতে এবং তিন ইঞ্জিনের মাধ্যমে টয়ট্রেন চড়ার যে অভিজ্ঞতা তা উপলব্ধি করাতেই এই উদ্যোগ।