এশিয়ান গেমসের শেষে কয়টি পদক পেল ভারত ?

প্রায় ১৪ দিনের যাত্রা শেষ হল ভারতের অ্যাথলিটদের। এশিয়ান গেমসে ৭ তারিখ ছিল ভারতের শেষ ইভেন্ট। আর শেষটাও হল পদক দিয়ে। এই যাত্রায় মোট পদক এল ১০৭টা। তবে শুধু তাই নয় পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরে করল ভারত।

২০১৮ সালে শেষ হয়েছিল ৭০ টা পদক দিয়ে এবং ২০২৩ এশিয়ান গেমেস শেষ হয় ১০৭ টি পদক দিয়ে। যার মধ্যে রয়েছে ২৮টা সোনা, ৩৮টা রুপো ও ৪১টা ব্রোঞ্জ এবং ভারত গেমেসের শেষ দিন জিতল ১২ টি পদক। যারমধ্যে রয়েছে ৬টা সোনা, চারটে রুপো ও দুটো ব্রোঞ্জ।

এশিয়ান গেমসে শেষ তালিকায় শীর্ষে রয়েছে চিন, দ্বিতীয় রয়েছে জাপান,তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া এবং চতুর্থ স্থানে রয়েছেন ভারত।