ভারতে যৌন সুস্থতা এখন আর ট্যাবু নয়—এটি দ্রুত বর্ধনশীল একটি শিল্প। ২০২০ সালে যার বাজারমূল্য ছিল ১.১ বিলিয়ন ডলার, তা ২০৩০-এর মধ্যে দ্বিগুণ ছাড়িয়ে যেতে চলেছে। এই বৃদ্ধির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ, যেখানে কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দার্জিলিংয়ে চাহিদা বেড়েছে ১৭৯ শতাংশ থেকে ২১০০ শতাংশ পর্যন্ত।
ব্যক্তিগত যত্ন, ঘনিষ্ঠতা ও আনন্দকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি রাজ্যের মানুষ এখন যৌন সুস্থতার পণ্য কিনছেন আগ্রহ ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে। এককালে নিষিদ্ধ ভাবা বিষয় আজ মূলধারায় স্থান পাচ্ছে—পশ্চিমবঙ্গ হয়ে উঠেছে এই পরিবর্তনের মুখ।