জলপাইগুড়ির পোস্ট অফিস মোড় অবরোধ টোটো চালকদের

জলপাইগুড়ি :শহরে টোটো নিয়ন্ত্রণে ময়দানে পুরসভা এবং পুলিশ। গ্রামের টোটো শহরে ঢুকতে মানা। চরম হয়রানি টোটো অভিযোগ চালকদের। জলপাইগুড়ি শহরের পোস্ট অফিস মোড় অবরোধ টোটো চালকদের। ঘটনার স্থানে পৌরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি।গ্রামের টোটো শহরে ঢুকতে মানা।

ইতিমধ্যেই জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে উপনিশু করার পাশাপাশি টিন নাম্বার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। টোটো চালকদের অভিযোগ কুপন পাচ্ছেন না তারা পাচ্ছেন না টিন নাম্বার। ফলে শহরে প্রবেশে বাধা পুরো কর্তৃপক্ষ এবং পুলিশের। চরম হয়রানির অভিযোগে পথ অবরোধ টোটো চালকদের।

অপরদিকে জলপাইগুড়ি সদর ব্লকের গরাল বাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার টোটো চালকরা শহরের মানুষজনকে গ্রামে ঢুকতে বাধা। গড়ালবাড়ি হাই স্কুল সংলগ্ন এলাকায় তীব্র যানজট। চরম হয়রানির শিকার সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা।