আরজি কর মর্মান্তিক ঘটনার কারণে জলপাইগুড়িতে বাতিল জন্মাষ্টমী অনুষ্ঠান

জলপাইগুড়ি:- জলপাইগুড়ি শহরে জন্মাষ্টমী মানেই শহরের বুকে অবস্থিত ১৯৩৫ সালে স্থাপিত শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দিরে শ্রী কৃষ্ণের পুজোর পাশাপশি ভিন রাজ্যের নামিদামি শিল্পী সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।এবার আর জি কর কাণ্ডের জেরে সোমবার জন্মাষ্টমীর সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্তদের আসা যাওয়া শুরু হলেও নেই অন্যান্য বছরের মতো সেই উৎসবের মেজাজ।

এই প্রসঙ্গে মন্দিরে পুজো দিতে আসা পুণ্যার্থী অমিত ভট্টাচার্য বলেন, আমরা এই অঞ্চলের বাসিন্দা, জন্মাষ্টমীর দিন এখানে পুজো দিতে আসি, সমগ্র ব্যাপারটি পরিচালনা করার জন্য রয়েছে মন্দির কমিটি, এবারের কলকাতার আর জি কর হাসপাতালের ঘটনা নিয়ে সমগ্র রাজ্যে জুড়ে এই মুহুর্তে  শোক ও যন্ত্রণার পরিবেশ, সেই কারণেই উদ্যোক্তারা এবারে অনারম্ভ ভাবে জন্মাষ্টমীর আয়োজন করেছে।

অপর দিকে, অন্যান্য বছর জন্মাষ্টমীতে বহিরাগত শিল্পী সমন্বয়ে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থেকে,সেটি বাতিল প্রসঙ্গে জলপাইগুড়ির শ্রী শ্রী লক্ষী নারায়ন মন্দির কমিটির বর্তমান সভাপতি পর্মানন্দ সিং জানান, এবারে এই সময় অতি আনন্দ উৎসব করার মতো পরিবেশ নেই, বিভিন্ন কারণে যার মধ্যে অন্যতম কলকাতার ওই মেয়েটি , ও আমাদের ঘরেরই মেয়ে ছিলো,,,, ওর সঙ্গে তো এমনটা হওয়া উচিত ছিল না!সেই কারণেই এবার শ্রী শ্রী কৃষ্ণের পুজো হবে কিন্তু কোনো বড় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হচ্ছে না।