দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে মিড–ডে মিলের বরাদ্দ বাড়াল কেন্দ্রীয় সরকার। প্রাক প্রাথমিক ও প্রাথমিকে ৩৯ পয়সা এবং উচ্চ প্রাথমিক মাথাপিছু ৮৮ পয়সা করে বাড়ানো হচ্ছে মিড–ডে মিলের বরাদ্দ।
মিড ডে মিলের ৬০ শতাংশ টাকা দেয় কেন্দ্র সরকার আর বাকি ৪০ শতাংশ দেয় রাজ্য। এর আগে গত নভেম্বরে মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হয়েছিল। মূল্যবৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এত দিন প্রাথমিকে মিড ডে মিলের ক্ষেত্রে উপাদান খরচ বরাদ্দ ছিল ৬ টাকা ১৯ পয়সা। এ বার তা বেড়ে ৬ টাকা ৭৮ পয়সা হল।
অন্য দিকে উচ্চ প্রাথমিকে উপাদান খরচ বরাদ্দ ৯ টাকা ২৯ পয়সা থেকে বেড়ে হলো ১০ টাকা ১৭ পয়সা। শিক্ষামহলের একাংশের দাবি, এই বর্ধিত অর্থ সঠিক ভাবে ব্যবহার করা গেলে পড়ুয়াদের খাবারের শ্রীবৃদ্ধি কিছুটা হলেও সম্ভব।