পুরনিগমকে আর্থিক সহায়তা করবেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।নিজের বিধায়ক তহবিলের টাকা তুলে দেবেন পুরনিগমকে।তার জন্য পুরনিগমের অনুমতি চাইতে পুর কমিশনারকে চিঠি দিলেন বিধায়ক শঙ্কর ঘোষ।শহরের উন্নয়নের স্বার্থে বিধায়ক তহবিলের টাকা পুরনিগমের হাতে তুলে দিতে চান বিধায়ক।শহর শিলিগুড়ির বড় সমস্যা যানজট।সেই যানজট সমস্যা সমাধানে উন্নতমানের পার্কিং গড়ে তোলার লক্ষ্যেই পুরনিগমকে আর্থিক সহযোগিতা করতে চান।সেকারণে বুধবার পুর কমিশনারকে চিঠি দেন বিধায়ক।এই বিষয়ে পুরনিগমের তরফে অর্থাৎ মেয়রের উত্তর পেলেই বিধায়ক তহবিলের সমস্ত রাশি মেয়রের হাতে তুলে দেবেন তিনি৷
Related Posts
বুধবার সকাল থেকে ফুলবাড়ি সীমান্ত দিয়ে শুরু হলো ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি
শিলিগুড়ি:- অবশেষে ফুলবাড়ি সীমান্ত দিয়ে শুরু হলো ভারত বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি। বুধবার সকাল থেকে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি সীমান্ত দিয়ে…
Share this:
এ বছর শিলিগুড়ির দূর্গা পুজোর কার্নিভালে অংশগ্রহণ করতে চলেছে মোট ১৩টি ক্লাব
দূর্গা পুজোর কার্নিভাল নিয়ে বৈঠক সারলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।এবছর কার্নিভালে মোট ১৩টি ক্লাব অংশগ্রহণ করবে। এদিনের বৈঠকে কার্নিভাল নিয়ে…
Share this:
আর্থিকদিক থেকে পিছিয়ে পড়া মানুষের আবাসন দেওয়ার উদ্যোগ নিল SJDA
লটারির মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের আবাসন দেওয়ার উদ্যোগ নিল শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ।মঙ্গলবার শিলিগুড়ির বাঘাযতীন পার্কের মাঠে আয়োজিত হলো…