অনিয়ম নজরে পড়তেই শোকজ করা হলো শতাধিক ডিলারকে

রাজ্যবাসীর সুবিধার কথা মাথায় রেখে সরকারের তরফে বড় ঘোষণা। বিনামূল্যে সুযোগ সুবিধা পাওয়ার দিন শেষ। দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের রেশন কার্ড রয়েছে। মূলত রেশন দোকান থেকে রেশন কার্ডধারীরা প্রত্যেক মাসে সরকারের পক্ষ থেকে কম দামে নির্দিষ্ট পরিমাণ চাল, ডাল ইত্যাদি পেয়ে থাকে।

২৪ পরগনা জেলায় রেশন নিয়ে বেশ কিছু অনিয়ম নজরে পড়েছে খাদ্যবিভাগ দফতরের। অনিয়মের অভিযোগে চারজন ময়দাকল মালিককে সাসপেন্ড করেছিল জেলা খাদ্যবিভাগ। ইতিমধ্যে এই নিয়ে শতাধিক ডিলারকে শোকজের চিঠি পাঠায় খাদ্য দফতর।

রেশন দুর্নীতির অভিযোগে দক্ষিণ ২৪ পরগনা জেলার বেশ কিছু রেশন ডিলারের নাম জড়িয়েছিল। জেলা খাদ্যবিভাগ দফতর থেকে ১২০ জনেরও বেশি রেশন ডিলারকে শোকজের চিঠি পাঠানো হয়েছে। এর আগে ডিলারশিপে কিছু অনিয়মের অভিযোগে ৩-৪ জল ময়দাকল মালিককে সাসপেন্ড করা হয়েছিল খাদ্য দফতরের তরফ থেকে।