কাল কেন একাধিক ট্রেন বাতিল করা হল হাওড়া স্টেশনে

হাওড়া ডিভিশনে ১৫ দিন ট্রাফিক ব্লক থাকবে বলে ঘোষণা করা হল ভারতীয় রেলের তরফ থেকে। রেলের রক্ষণাবেক্ষণের কাজ চলবে। কাল থেকেই বন্ধ থাকবে পরিষেবা। জানুন বিস্তারিত।

ট্রেনের গতি বৃদ্ধি থেকে শুরু করে যাত্রী পরিষেবা সব বিষয়ে আরও বেশি উন্নতির জন্যই এই রক্ষণাবেক্ষণের কাজ চলবে। কাজের জন্য ২৫ মে থেকে ২৬ জুন তারিখের মধ্যে ১৫ দিন ধরে প্রায় ২৪০ মিনিট ট্রাফিক ব্লক থাকবে।

এই সময়টাতে বাতিল করা হবে একাধিক ট্রেন। মে মাসের ২৫, ২৭ ও ২৯ তারিখ বাতিল থাকবে বহু ট্রেন। এরপর জুন মাসের ১, ৩, ৫, ৮, ১০, ১২, ১৫, ১৭, ১৯, ২২, ২৪ ও ২৬ তারিখে গুলিতেও বাতিল থাকবে বহু ট্রেন। যাত্রীদের সুবিধার জন্য এই কাজ করা হলেও, এই নির্দিষ্ট সময়ের জন্য নিত্য যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হবে।