নকশালবাড়ি বাজারের অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্তদের দিকে সাহায্যের হাত বাড়াল পুরসভা ও শিলিগুড়ি মহকুমা পরিষদ

নকশালবাড়ি বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সাহায্য করবে পুরসভা ও শিলিগুড়ি মহকুমা পরিষদ। গত রবিবার রাতে বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে যায় নকশালবাড়ি বাজারের মোট ৩৭টি দোকান। পুজোর আগে এমন ঘটনায় রীতিমতো বিপাকে ব্যাবসায়ীরা। ইতিমধ্য মেয়র গৌতম দেব এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের অরুন ঘোষ সহ অনেকেই পরিদর্শন করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তবে সরকারী সাহায্য একপ্রকার সময় সাপেক্ষ। সেই কারনে যাতে দ্রুত ওই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আর্থিক সহযোগিতা পায় সেই কারণে মেয়র নিজের তহবিল ও কাউন্সিলরের ভাতা থেকে আর্থিক সহযোগিতা করার উদ্যেগ নিয়েছে।

আর্থিক সহযোগিতার ভাবনা নিয়েছে শিলিগুড়ি মহকুমা পরিষদ। সেই কারণে শিলিগুড়ি মহকুমা পরিষদ ও পুরসভা যৌথভাবে বৈঠক সারেন।
বৈঠক শেষে মেয়র গৌতম দেব জানান, মেয়র রিলিফ ফান্ড থেকে প্রত্যক দোকানদারকে ১৫ হাজার টাকা করে ও কাউন্সিলর ভাতা থেকে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। পরবর্তীতে সরকারী ভাবে সাহায্য করা হবে।।
অন্যদিকে, শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুন ঘোষ জানান, তাদের রিলিফ ফান্ড থেকে ২০ হাজার টাকা করে ও প্রত্যক বোর্ড সদস্য তাদের একমাসের ভাতা প্রত্যক ক্ষতিগ্রস্ত দোকানদারদের হাতে তুলে দেবে।