ইসলামপুর পুলিশের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন

ইসলামপুর পুলিশ জেলার উদ্যোগে ও মহাকুমা হাসপাতালের সহযোগিতায় আজ থানা চত্বরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়।মহকুমা হাসপাতালের সুপার সুরাজ সিনহা বলেন পুলিশ সুপার ও আইসি সাহেবের সঙ্গে কথা বলে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।যেহেতু ইলেকশন চলছিল যার জন্য রক্তদান শিবির সেভাবে আয়োজন করা যাচ্ছিল না ,তবে আরও থানা গুলো এই ক্যাম্প করবে বলে জানিয়েছেন।তিনি আরো বলেন, এর ফলে যথেষ্ট এই রক্ত সংকট দূর হবে ইসলামপুর ব্লাড ব্যাংকের।তিনি বলেন পাশাপাশি গ্রামেও যাতে রক্তদান শিবির করা যায় তার ব্যবস্থা করা।বিহার পাশের রাজ্য হওয়ায় সেখান থেকেও প্রেসেন্ট চাপ আসে তবে সেখান থেকে রক্তের কোন ক্যাম্পের মাধ্যমে রক্ত আসে না।ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাস বলেন রক্তদান করা ভালো শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে। যেহেতু ইলেকশন চলছিল তার জন্য রক্তদান শিবির আয়োজন করা যাচ্ছিল না। এখন ইলেকশন নেই তাই আবার রক্তদান শিবির গুলো আয়োজন করা হবে।