মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। অতিরিক্ত বৃষ্টির কারণে কোথাও কোথাও জলাবদ্ধতা দেখা দিতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগের তুলনায় বৃষ্টির পরিমাণ কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টি হবে। এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বুধবারও একই আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে বৃহস্পতিবার থেকে কয়েকটি জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আবহাওয়া দফতরের মতে, বৃহস্পতিবার হুগলি, দুই চব্বিশ পরগনা, দুই বর্ধমান ও বীরভূমে ভারী বৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে।
মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ কিছুটা মেঘলা। শহরে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.১ ডিগ্রি বেশি। মঙ্গলবার কলকাতায় সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি এবং ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি হতে পারে।
দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হবে। তবে আগের তুলনায় বৃষ্টির পরিমাণ কমবে। আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিং, দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।