সঞ্জয়ের দাবি তিনি নির্দোষ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঠিকানা এখন জেল। চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ড এবং আর্থিক দুর্নীতি, দুই মামলাতেই তাঁকে গ্রেফতার করেছে সিবিআই।

আজ আবার আরজি কর মামলার চার্জ গঠন হয়েছে। ধৃত সঞ্জয় রায়ের বিরুদ্ধে ধর্ষণ এবং খুনের ধারায় চার্জ গঠিত হয়েছে বলে খবর। ওই মামলাতেই আবার জামিনের আবেদন জানান সন্দীপ। আজ আদালতে সশরীরে হাজির করানো হয়েছিল চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার মূল অভিযুক্ত সঞ্জয়কে।

সেখান থেকে বেরিয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করে সে। অন্যদিকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের আইনজীবী বলেন, তাঁর মক্কেলের বিরুদ্ধে প্রমাণ লোপাটের যে অভিযোগ আনা হয়েছে, তার কোনও প্রমাণ নেই। অন্যদিকে সিবিআইয়ের তরফ থেকে আজ আদালতে জানানো হয়, গত ৯ আগস্ট সন্দীপ এবং অভিজিতের মধ্যে যে কথোপকথন হয়েছিল, তার প্রমাণ মিলেছে।