চাপের মুখে সন্দীপ

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় এবার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার! সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল।

এবার জানানো হল, গত ১২ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর অবধি বেতন পাবেন না সন্দীপ। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সাসপেন্ড হওয়ার আগে ১২ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর অবধি, এক্সট্রা অর্ডিনারি লিভে ছিলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। ওই সময়কালের বেতন পাবেন না আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।

এদিকে আবার সন্দীপের রেজিস্ট্রেশন বাতিল নিয়ে নয়া বিতর্ক মাথাচাড়া দিয়েছে। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফ থেকে অভিযোগ, এই রেজিস্ট্রেশন বাতিল বৈধ নয়! বলা হয়েছে, অবৈধভাবে যদি রেজিস্ট্রেশন বাতিল করা হয়, তাহলে পরবর্তীতে তা আবার ফেরতও পেয়ে যেতে পারেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ।