শিলিগুড়ি পুরসভা জল যন্ত্রণা থেকে শহরকে রেহাই দিতে নদী সংস্কারে  

বিগত কয়েক বছর যাবত দেখা গেছে যে অল্প বৃষ্টিতেই শহরের উপর দিয়ে বয়ে চলা ফুলেশ্বরী জোড়াপানী নদীতে জলস্ফীতি ঘটেছে। এর ফলে আশেপাশের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়ে,বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে। সেই দিক বিবেচনা করে শিলিগুড়ি পুরসভা প্রথমে শহরের বড় নর্দমা গুলিকে পরিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করে। যার ফলে বিগত বছরগুলিতে শহর অনেকটাই জলমগ্ন থেকে রেহাই পায়।অন্যদিকে নর্দমা গুলি পরিষ্কার হওয়ার ফলে শহরের নর্দমা সংযুক্ত নদীগুলিতে ঘটে জলস্ফীতি।

মূলত নদীগুলি খনন না হওয়ার কারনে নাব্যতা হ্রাস পায়, যার দরুন অল্প বৃষ্টিতেই নদী ভরাট হয়ে জল যন্ত্রনায় ভুগতে হয় ফুলেশ্বরী জোড়াপানী নদী সংলগ্ন অঞ্চল গুলিকে। সেই কারনে  রাজ্যের সেচদপ্তর নদী খননের কাজ শুরু করে। সহযোগিতার হাত বাড়ায় শিলিগুড়ি পুরসভা।বর্তমানে কোন পর্যায়ে রয়েছে খনন কাজ তা খতিয়ে দেখতে শুক্রবার ৩৪ নম্বর ওয়ার্ডে হাজির হলো শহরের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয় রঞ্জন সরকার, জঞ্জাল বিভাগের এমআইসি মানিক দে সহ অন্যান্যরা। এদিন ৩৪,৩৫,৩৬,৩৭,৩৮ নম্বর ওয়ার্ডের নদীর কাজ খতিয়ে দেখেন তারা। মেয়র পরিষদ মানিক দে জানান, শহরকে জল যন্ত্রণা থেকে মুক্তি দিতেই তাদের এই প্রচেষ্টা তিনি আশাবাদী নদী খননের ফলে এবছর বর্ষায় শহর অনেকটাই জল মুক্ত থাকবে।