উত্তরকন্যাতে অনুষ্ঠিত হলো টি এডভাইসারি কাউন্সিলের বৈঠক

চা বাগান এলাকাতে ক্রেস ও স্বাস্থ্য কেন্দ্র তৈরি ও পরিচালনার বিষয় নিয়ে শিলিগুড়ির উত্তরকন্যাতে অনুষ্ঠিত হলো টি এডভাইসারি কাউন্সিলের বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম মন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী বুলু চিক বড়াইক, INTTUC এর রাজ্য সম্পাদক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শান্তা ছেত্রী, অনিত থাপা, দার্জিলিং জেলার জেলাশাসক এস পুণ্নম্বলম সহ অন্যান্যরা।

বৈঠকের পুরমন্ত্রী মলয় ঘটক বলে, উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান এলাকায় ৭০টি ক্রেস ও ৪৩টি স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হবে। তার জন্য প্রথম ভাগের টেন্ডারের কাজ সম্পন্ন হয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে এই টেন্ডারের কাজ করা হয়েছে।
এর পাশাপাশি তিনি বলেন, নূন্যতম মজুরি নিয়ে কমিটি তৈরি হয়েছে যেখানে বিরোধীরাও রয়েছে। ইতিমধ্যেই ১৪টি বৈঠক করেছে ওই কমিটি। আগামী মাসে ফের বৈঠক রয়েছে। বিরোধী ও মালিকপক্ষ সিদ্ধান্ত নিয়ে সরকারকে বললে সরকার মঞ্জুরি দিয়ে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *