প্লাস্টিক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে আগের থেকেই। কিন্তু আলিপুরদুয়ারের বিভিন্ন স্থানে এখনও রমরমিয়ে চলছে প্লাস্টিকের ব্যবহার। তাই আজ প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চালালেন জেলাশাসক বিপ্লব সরকার।
বুধবার আলিপুরদুয়ারের বিভিন্ন বাজারে তাকে অভিযান চালাতে দেখা যায়। একটি দোকান থেকে এক বস্তা প্লাস্টিক বাজেয়াপ্ত করা হয়। কিছু হোটেল থেকে পচা আলু,পুরোনো মেখে রাখা আটা উদ্ধার হয়।
বিপ্লব সরকার জানান,”এই অভিযান চলছে। প্লাস্টিক ও পচা খাবারের ব্যবহার চলবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।”