মোটা অঙ্কের ভাতা দিলেও থামবে না আন্দোলন

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে প্রায় ২৬০০০ চাকরি।

ইতিমধ্যেই রাজ্যের ডিআই অফিসগুলিতে ‘যোগ্য’ ও ‘অযোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের সর্বশেষ তালিকা। স্কুলে যোগ দিতে শুরু করেছেন শিক্ষকরা। তবে সেই ‘চূড়ান্ত’ তালিকা নিয়েও ত্রুটির অভিযোগ উঠছে। এরই মধ্যে গতকাল চাকরিহারা সকল শিক্ষাকর্মীদের মাসে-মাসে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

গ্রুপ সি চাকরিহারাদের মাসিক ২৫ হাজার টাকা এবং গ্রুপ ডি-র চাকরিহারা শিক্ষাকর্মীদের ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে জানিয়েছেন মমতা। তবে মাসিক ভাতার কথা ঘোষণা করা হলেও এখনই অনশন-আন্দোলন থেকে সরছেন না চাকরিহারা ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা।