নতুন Redmi স্মার্ট ফায়ার টিভি ফায়ার টিভি বিল্ট-ইন প্রযুক্তি নিয়ে এসেছে

স্মার্ট ফায়ার টিভি লঞ্চের মাধ্যমে টিভির পোর্টফোলিও উন্মোচন করল Xiaomi India Redmi। Xiaomi India এবং Amazon-এর প্রযুক্তিগত দক্ষতার সমন্বয় ভিভিড পিকচার ইঞ্জিন, ডলবি অডিও বৈশিষ্ট্যসহ ডিজাইন করা হয়েছে Xiaomi-র স্মার্ট ফায়ার টিভি।

Redmi-র স্মার্ট ফায়ার টিভি ডিভাইসটি হাই ডেফিনিশন-রেডি (HD-রেডি) ডিসপ্লে প্রদান করে, যা Vivid Picture Engine প্রযুক্তি দ্বারা চালিত। এছাড়াও রয়েছে শক্তিশালী ২০W স্পিকার, ডলবি অডিও, DTS-HD এবং DTS সমন্বিত ভার্চুয়াল এক্স প্রযুক্তি। যাতে গ্রাহকরা ঘরে বসেই টেলিভিশনের উচ্চ পর্যায়ের বিনোদন উপভোগ করতে পারেন।

উল্লেখ্য, Redmi-র এই স্মার্ট ফায়ার টিভিতে Amazon অ্যালেক্সার সাথে রেডমি ভয়েস রিমোটও রয়েছে। যাতে গ্রাহকরা সহজেই তাদের ভয়েস কমান্ডের মাধ্যমে চ্যানেল পাল্টাতে, অ্যাপ চালু করতে, পছন্দসই গান শুনতে পারবেন। Xiaomi India-র ডেপুটি হেড অফ প্রোডাক্ট সুদীপ সাহু বলেন, আমরা আমাদের গ্রাহকদের কাছে দুটি পাওয়ার হাউস তথা Xiaomi ও Amazon একত্রিত করতে পেরে গর্বিত।