জলপাইগুড়ির বাজারে কমছে সবজির দাম

জলপাইগুড়িতে এখনো তেমন ভাবে সবজির দামে পতন না আসলেও কিছু কিছু সবজির দাম কমেছে। বিভিন্ন সবজির মধ্যে ফুলকপি বা বাঁধাকপির দাম কিছুটা কমেছে। আলুর দামও কিছুটা পতনের দিকে যাচ্ছে বলে বিক্রেতারা বলছেন।

তারা বলেন এ বছর সবজির দাম অনেকটাই বেশি  ছিল। এখন সেই দাম থেকে কিছু টা হলেও সরে আসছে। বাজারে এখন নতুন আলু ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি করছে।

বেগুন বিক্রি হচ্ছে  ৫০ টাকা কেজি। তবে ফুলকপি আর বাঁধাকপির দাম মোটামুটি কমেছে। সাধারণ ক্রেতারা এখন ও বাজার করতে হিমশিম খাচ্ছেন। কবে সবজির দাম পুরো ভাবেই কবেকমবে, সেই আশায় দিন গুনছেন আমজনতা।