মুখ্যমন্ত্রীকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আচার্য্য করার দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল তৃনমূল ছাত্র পরিষদ

মুখ্যমন্ত্রীকে আচার্য করার দাবি তুলে ও রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলার অভিযোগ তুলে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অবস্থান বিক্ষোভে সামিল হল তৃনমূল ছাত্র পরিষদ।এই বিক্ষোভে উপস্থিত ছিলেন তৃনমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা চলছে। বিশ্ববিদ্যালয় গুলিতে স্থায়ী উপাচার্য নেই। এই বিক্ষোভ কর্মসূচি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এই বিক্ষোভ কর্মসূচি চলবে। প্রতিটি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের দাবি তোলেন তারা। একইসাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে আচার্য্য করা হয় তার দাবি তোলা হয়।