ট্যালি সলিউশন দ্বারা ঘোষিত ‘MSME অনার্স’-এর তৃতীয় সংস্করণ

‘ MSME অনার্স’-এর তৃতীয় সংস্করণ লঞ্চ করল ট্যালি সলিউশন। সফ্টওয়্যার প্রোডাক্ট ইনড্রাস্টিতে তিন দশকেরও বেশি সময় ধরে ছোট ও মাঝারি ব্যবসা তথা এসএমবি-র জন্য বিজনেস ম্যানেজমেন্ট সলিউশন সরবরাহ করে আসছে ট্যালি সলিউশন।  MSME অনার্সের তৃতীয় সংস্করণের লক্ষ্য হল- ব্যবসার ধরন ও মেয়াদের বৈচিত্র্য অনুযায়ী উদ্যোক্তাদের সাফল্যকে স্বীকৃতি দেওয়া।

‘ MSME অনার্স’-এর এই নতুন সংস্করণ হল ট্যালি সলিউশনর একটি বার্ষিক উদ্যোগ।  যা ব্যবসা এবং উদ্যোক্তাদের চিহ্নিত করে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যে সমস্ত ব্যবসায়ী ও  উদ্যোক্তাদের ব্যবসায়িক টার্নওভার ২৫০ কোটির কম কিন্তু বৈধ GSTIN নম্বর আছে তারা ট্যালি সলিউশনে যোগ দিতে পারবেন।  ১০ মে-এর মধ্যে আগ্রহী উদ্যোক্তারা তাঁদের এন্ট্রি জমা করতে পারবেন। 

বলাবাহুল্য, MSME অনার্সের দ্বিতীয় সংস্করণে MSME দিবস উপলক্ষে ৯৮ টিরও বেশি ব্যবসাকে স্বীকৃত এবং উদ্যোক্তাদের সংবর্ধিত করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরে ভারত ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাংলাদেশ, নেপাল, ইন্দোনেশিয়া এবং আফ্রিকা প্রভৃতি দেশের MSME উদ্যোক্তাদেরও সম্মানিত করা হবে।