চা বাগান মালিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন ট্রাস্ট টির দ্বারা

ছোট চা বাগান মালিকদের জন্য প্রশিক্ষণের আয়োজন করতে চলেছে ট্রাস্ট টি নামক এক সংস্থা। সহযোগিতায় কনফেডারেশন অফ ইন্ডিয়ান স্মল টি গ্রোয়ার্স এসোসিয়েশন। আগামী ১৩ মার্চ ইসলামপুর, ১৪ মার্চ জলপাইগুড়ি ও ১৫ মার্চ দার্জিলিং জেলায় ওই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে।

মূলত বর্তমানে পরিবর্তিত জলবায়ু, বিশ্ব উষ্ণায়নের জেরে ছোট চা চাষিদের ক্ষেত্রে যেসব সমস্যা উঠে আসছে সেসব সমস্যার বিষয়ে অবগত করা ও সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ করা হবে সেই বিষয়ে ওই শিবিরে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গিয়েছে।

 মঙ্গলবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবে সাংবাদিক বৈঠক করে ওই শিবিরের বিষয়ে জানান রাজেশ ভুঁইয়া,বিজয়গোপাল চক্রবর্তী।