তৃণমূলের দলীয় পতাকায় আগুন লাগানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে

তৃণমূলের দলীয় পতাকায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ জানিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ তৃণমূলের। ঘটনাকে ঘিরে চাঁপা উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার মাঝিয়ালি এলাকায়।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে রবিবার ভোর রাতে চোপড়া থানার মাঝিয়ালি এলাকায় বিজেপির কিছু কর্মী তৃণমূলের বেশ কয়েকটি দলীয় পতাকায় আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনার খবর জানাজানি হতেই ঘটনাস্থলে ভির জমাতে শুরু করে তৃণমূলের কর্মী সমর্থকেরা। অভিযুক্তের গ্রেফতারের দাবিতে মাঝিয়ালি রাজ্য সড়কের উপর আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুর তৃণমূলের কর্মী সমর্থকেরা।

 অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় চোপড়া থানার পুলিশ। প্রায় ২ ঘন্টা অবরোধ চলার পরে পুলিশি আশ্বাসে অবরোধ তুলে নেন তৃণমূলের কর্মী সমর্থকেরা। এই ঘটনায় এলাকায় চাঁপা উত্তেজনা রয়েছে।অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে বিজেপি। পাল্টা বিজেপির দাবি তৃণমূল নিজের দলীয় পতাকা আগুন লাগিয়ে বিজেপি কে বদনাম করার চেষ্টা করছে।