চলছিলো রাজনৈতিক চাপানউতোর, হারাতে হলো মন্ত্রিত্বের পদ। মহিলা রেঞ্জারকে হুমকির ঘটনায় দলের নির্দেশে রীতিমতো চাপে পড়ে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিয়েছেন কারামন্ত্রী অখিল গিরি। তবে মন্ত্রিত্ব ছাড়ার ব্যাপারে অনুতপ্ত নন বলে জানান মন্ত্রী। তৃণমূল জমানায় এভাবে কোনও মন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করার ঘটনা কার্যত নজিরবিহীন।
কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা ঘোষণা করেছেন অখিল। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুরে তাজপুরে দোকানদারদের দাবি, বর্ষায় জল বেড়ে যাওয়ায় অসুবিধার কারণে তারা দোকান কিছুটা পিছিয়ে নিয়ে যেতে চাইছেন। পরে আবার দোকান আগের জায়গাতেই ফিরিয়ে নিয়ে যাওয়া হবে বলেও জানান দোকানের মালিকেরা।
অন্যদিকে বনদফতরের দাবি ছিল, এভাবে দোকান পিছিয়ে বনদফতরের জমি জবরদখল করা হচ্ছে। এই ইস্যুতেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। সেই ঘটনার সময়ই মহিলা রেঞ্জ অফিসারকে ভুরি ভুরি কুকথা কথা বলে বসেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি।