দাগহীন ও পরিষ্কার ত্বক পেতে ব্যবহার করুন ঘরে তৈরি কিছু ফেসপ্যাক

দাগহীন ও পরিষ্কার ত্বকের সৌন্দর্য বাড়াতে এবং  দাগ-ছোপ দূর করতে ব্যবহার  করতে পারেন কয়েকটি ঘরোয়া প্যাক। বর্ষাকালে মুখ আঠালো হয়ে যায় এবং ব্রণ বের হতে থাকে। এই পরিস্থিতিতে তৈলাক্ত ত্বক নিয়ে সমস্যা হয়ে থাকে। মুখের আর্দ্রতার প্রভাব কমাতে ঘরে তৈরি ফেসপ্যাকের সাহায্যে ত্বকের সমস্যা দূর করা যেতে পারে। আসুন জেনে নেওয়া যাক এমনই কিছু প্যাকের ফর্মুলা :

১)একটি পাত্রে ৩ চামচ ওটমিল, ১ চামচ গোলাপ জল এবং এক চামচ মধু এবং দই মিশিয়ে নিযে এবার ভাল করে ফেটিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। এবার এই প্যাক ধুয়ে পরিষ্কার ত্বকে লাগাতে হবে। ওটমিল ত্বকের ভেতর থেকে তেল শুষে নিতে, গোলাপ জল ত্বককে  সতেজ  করতে , দই ও মধু ত্বকের পুষ্টি জোগাতে কাজ করে।

২)একটি পাত্রে ২চামচ চন্দন গুঁড়ো নিয়ে তাতে আধা চামচ হলুদের গুঁড়া মিশিয়ে নিয়ে সেটাতে গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করে নিতে হবে। মুখের  উজ্জ্বলতা বাড়বে  এবং দাগও দূর হবে। এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য  তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।