Wriddhiman Saha: জাতীয় দলে কি ফের সুযোগ পাবে পাপালি ?

ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha ) bnn bangla bengalnewsnow

ঋদ্ধিমান সাহা দেশের হয়ে শেষ টেস্ট ম্যাচ খেলেছেন ২০২১ সালের ডিসেম্বর মাসে। তারপরে এবার আইপিএলে দারুন পারফর্মান্স করেন। ১১ ম্যাচে ৩১৭ রানের পর অনেকেই মনে করেছিলেন দীনেশ কার্তিকের মত জাতীয় দলে ফের সুযোগ পাবেন ঋদ্ধি (Wriddhiman Saha )। কিন্তু ইংল্যান্ড সফরে দলে জায়গা না পাওয়াতে নিজের আর জাতীয় দলের হয়ে খেলা আশা দেখছেন না শিলিগুড়ির আদরের পাপালি। সম্প্রতি এক সাক্ষাতকারে নিজের হতাশার কথা ব্যক্ত করেছেন ঋদ্ধিমান সাহা।

wriddhiman saha ঋদ্ধিমান সাহা

দীনেশ কার্তিকের দলে ফেরা স্বপ্ন জাগাচ্ছে সিনিয়রদের মনে

দীর্ঘ বিরতির পরে জাতীয় দলে আবার খেলার সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিক। বেশি বয়সে কার্তিকের দলে ফেরায় অনেক সিনিয়র খেলোয়াড়ের মনে। অনেকেই ফের জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছেন। কিন্তু বোর্ড সভাপতি  সৌরভ গাঙ্গুলীর রাজ্যের ছেলে ঋদ্ধিমান সাহা(Wriddhiman Saha) নিজের আর জাতীয় দলের হয়ে খেলার সম্ভবনা দেখছেন না।ইংল্যান্ড সফরে সুযোগ না পেয়ে তিনি হতাশ। এক সাক্ষাতকারে তিনি বলেন, জাতীয় নির্বাচক মন্ডলীরা ও কোচ আর আমাকে জাতীয় দলে খেলার বিষয়ে ভাবছেন না। আমার  এবারে আইপিএল  এমন খেলার পরেও ইংল্যান্ড সফরে জায়গা পেলাম না। এর থেকেই স্পষ্ট ভবিষ্যতে আর জাতীয় দলে আমি ফিরছি না।

Wriddhiman Saha এর আইপিএলে সাফল্য

ডানহাতি এই উইকেটরক্ষক ব্যাটার এবারে গুজরাট টাইটান্সের হয়ে খেলেন। এবারের আইপিএলে ১১ টি ম্যাচে ৩১.৭ রানের গড় নিয়ে ৩১৭ রান তাঁর। স্ট্রাইকরেটও ছিল ১২২.৩৯। নজরকারা এই পারফর্মান্সের জন্য আবার জাতীয় দলে খেলার  সুযোগের অপেক্ষায় ছিল পাপালি। কিন্তু ইংল্যান্ড সফরের দল ঘোষণার পরে সেই আশায় জল পড়ে যায়।

তবুও সুযোগ হলো না ইংল্যান্ড সফরে

লাল বলের এই বিষেশজ্ঞ ব্যাটার (Wriddhiman Saha) জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলেছেন ২০২১ সালের ডিসেম্বর মাসে। গুজরাট টাইটানের এবারের আইপি এল  ট্রফি জেতার পিছনে ঋদ্ধিমান সাহার ভুমিকা ছিল অনেকটাই। সেই সাফল্যের উপরে ভরসা করেই জাতীয় দলে ফেরার অংক কষছিল অনেকেই। ওপেনার হিসেবে নেমে ম্যাচ জেতানোর কারিগর হয়ে উঠেছিলেন তিনি। তবে ইংল্যান্ড সফরে দলে জায়গা না পাওয়াতে মন ভেঙ্গে গেছে তাঁর।

সাম্প্রতিক কিছু বির্তক

ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha )

সম্প্রতি বির্তকের জেরে বারবার শিরোনামে এসেছেন ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha )। নাম উল্লেখ না করে  সাংবাদিক বোরিয়া মজুমদারের সাথে তাঁর চ্যাটিং সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি। ঋদ্ধিমান সাহাকে  হুমকি দেওয়ার জেরে দুই বছরের জন্য বোরিয়া কে নিষিদ্ধ করে বিসিসি আই। ঋদ্ধিমান সাহার সাথে আলোচনা না করে বাংলার রঞ্জি দলে তাকে নির্বাচন করে সিএবি। অভিমানী ঋদ্ধিমান সাহা বাংলার হয়ে রঞ্জি না খেলার সিদ্ধান্ত নেয়। আপাতত বাইরে ছুটি কাটাচ্ছেন তিনি। বাংলা ছেড়ে ত্রিপুরার হয়ে  খেলাবেন বলে  গুঞ্জন উঠেছে।

পাপালি ভক্তদের আশা

জাতীয় দলে ঋদ্ধিমান সাহার সুযোগ না পাওয়াতে হতাশ ফ্যানেরা। তবে ক্রিকেট ছাড়বেন না আপাতত  তিনি। তিনি জানিয়েছেন, যতদিন ভালো লাগবে ততদিন খেলবেন তিনি। তবে বাংলা না ত্রিপুরা কোন রাজ্যের হয়ে খেলবেন শিলিগুড়ির পাপালি সেটার অপেক্ষায় রয়েছেন ক্রিকেট ভক্তরা ।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *