আগামী কদিন উত্তর ও দক্ষিণ দুয়েই বাড়বে বৃষ্টির পরিমাণ

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলাচ্ছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতে আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।

বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়৷ অন্যদিকে অধিক ভারী বৃষ্টি হতে পারে বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলায়৷ পড়শি রাজ্য বিহারের ওপর তৈরি হয়েছে সাইক্লোনিক সার্কুলেশন৷ আবহাওয়া দফতর সূত্রে খবর তার জেরেই আগামী ২-৩ দিন বৃষ্টিতে ভিজতে চলেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ৷

অন্যদিকে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের সব জেলাগুলিতে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলা গুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রায় বিশেষ কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী দুদিন উত্তরের সমস্ত জেলাতেই বর্ষণ হবে দার্জিলিং ও কালিম্পংয়ে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।