লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে আগামী মে মাসে এক দফায় ভোট হবে দক্ষিণের রাজ্য কর্ণাটকে। সেই রাজ্যের ভোটের দিন ঘোষণা করে দিল জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী কমিশনার রাজীব কুমার জানিয়েছেন, আগামী ১০ মে কর্ণাটকে হবে ভোট এবং ফল ঘোষণা হবে ১৩ তারিখ। ইতিমধ্যেই কংগ্রেস এবং জেডিএস প্রথম দফায় প্রার্থী ঘোষণা করে দিয়েছে।
শেষ বিধানসভা ভোটের পর জেডিইউয়ের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়েছিল কংগ্রেস। মুখ্যমন্ত্রী হয়েছিলেন এইচডি কুমারস্বামী। কিন্তু সেই সরকারকে বেশিদিন টেকাতেই পারেননি তারা। কংগ্রেস জোটকে ক্ষমতাচ্যুত করে সরকারের দখল নিয়ে নিয়েছিল বিজেপি। তারপর থেকে এখনও পর্যন্ত কর্নাটকে দুর্নীতির অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছে কংগ্রেস। এবার নিজেদের জয়ের ব্যাপারে আশাবাদী কংগ্রেস।
উল্লেখ্য, কিছুদিন আগেই কলকাতায় এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে যান কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা জেডি(এস) নেতা এইচডি কুমারস্বামী। বেশ কিছুক্ষণ তাঁদের মধ্যে বৈঠক হয়েছে। সূত্রের খবর, জোট প্রক্রিয়ার পাশাপাশি কর্ণাটকের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে তাঁদের মধ্যে।