নয়া মোড় নিলো দুর্নীতি মামলা

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে রেশন দুর্নীতি নিয়ে কলকাতা হাই কোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য।

রেশন দুর্নীতি মামলার তদন্তভার চেয়ে হাই কোর্টে আবেদন করেছিল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই মর্মে রাজ্যের কোন কোন থানায়, মোট কতগুলি এফআইআর দায়ের হয়েছে সেটার একটি তালিকা আদালতে জমা দেওয়ার কথাও বলেন তারা।

আদালতকে জানানো হয়, এই তালিকা জমা দেয়া হলে সেই অনুযায়ী আগামী বিচারপর্ব এগোতে পারে। ইডির সেই দাবি অনুসারে রেশন দুর্নীতি নিয়ে হাই কোর্টে রিপোর্ট জমা দিল রাজ্য। জানানো হয়, এখনও অবধি রাজ্যের নানান থানায় মোট ৮৭টি এফআইআর দায়ের করা হয়েছে।