বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশের পর দ্রুত শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার।
সেই মামলায় সুপ্রিম কোর্টেও আপাতত ধাক্কা খেল রাজ্য। হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করেনি দেশের সর্বোচ্চ আদালত। অর্থাৎ সন্দেশখালির ‘বাঘ’ শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে আর কোনও বাধা রইল না সিবিআইয়ের। প্রথমেই ইডি দাবি করেছিল, মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে।
কারণ হিসেবে আদালতে দাবি করা হয়, রাজ্য পুলিশ যদি তদন্ত করে তাহলে তা পক্ষপাতদুষ্ট হতে পারে। এরপর শেখ শাহজাহানের গ্রেফতারি নিয়েও দ্বন্দ্ব তৈরি হয়। কে গ্রেফতার করবে এই নিয়েও টানাপোড়েন চলে। শেষ অবধি আদালতের নির্দেশ অনুযায়ী তাঁকে গ্রেফতার করে পুলিশ।