শুরু হয়েছে নতুন বছর। আর নতুন বছরের শুরুতেই কেন্দ্রীয় পেনশনভোগীদের জন্য দারুন সুখবর। নয়া বছরে কেন্দ্রীয় পেনশনভোগীদের নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল মোদী সরকার। পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ ১৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। যার সুবিধা পেতে চলেছেন পঞ্চম বেতন কমিশনের আওতায় আসা পেনশনভোগীরা।
বলা হয়েছে, কেন্দ্রীয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) সুবিধাভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ বৃদ্ধির বিষয়টি রাষ্ট্রপতির অনুমোদন পেয়েছে। কেন্দ্র সরকার ২০২৩ সালের ১ জুলাই থেকে পেনশনভোগীদের ডিয়ারনেস রিলিফ বৃদ্ধি কার্যকর করেছে।
কেন্দ্রীয় পেনশনভোগীদের পাশাপাশি মৃত সিপিএফ সুবিধাভোগীদের বিধবা এবং যোগ্য নির্ভরশীল সন্তানরাও এই সুবিধার আওতায় আসবে। ১৯৬০ থেকে ১৯৮৫ সালের মধ্যে অবসর নেওয়া যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মী রয়েছেন তাদের জন্য এই মহার্ঘ ত্রাণ বৃদ্ধির বিষয়টি কার্যকর হবে।