বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এক বছরেরও বেশি সময় ধরে গরু পাচার মামলায় জেলবন্দি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আর এই আবহেই এবার বীরভূমে রাজনৈতিক প্রেক্ষাপটে ‘বিরাট’ পরিবর্তন।
জেলা সভাধিপতির পদে বসতে চলেছেন অনুব্রত মন্ডল বিরোধী হিসাবে পরিচিত কাজল শেখ। শোরগোল পড়ে গিয়েছে জেলার রাজনীতিতে। কেষ্ট বিরোধী কাজল শেখ জেলা সভাধিপতির পদে বসলে যে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে।কেষ্ট গ্রেফতারির পরই কোর কমিটিতে জায়গা পায় কাজল শেখ। বাড়ছে তার দাপট। আর এবার জেলা পরিষদ থেকে জয়লাভ করে জেলার সভাধিপতির পদে বসতে চলেছেন তিনি। অনেকেই বলেন, কেষ্ট যাওয়ার পর থেকেই নাকি বীরভূম জেলা থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে অনুব্রত মণ্ডলের গোষ্ঠী।