“সরকার বাঁচাবে না পার্টি, সেকারনে উত্তর থেকে দক্ষিন ছুটে বেড়াচ্ছেন তিনি।” রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর শিলিগুড়ি সফর নিয়ে কটাক্ষ করলেন বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দীলিপ ঘোষ।
জলপাইগুড়িতে দলীয় কর্মসূচিতে যোগদান করতে যাওয়ার পথে নিউ জলপাইগুড়ি স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, “কেন্দ্রের টাকা সরকারি কর্মচারীদের না দিয়ে সভা করে বেড়াচ্ছেন মুখ্যমন্ত্রী। নতুন নতুন স্টেডিয়াম বা খেলার কোনো জায়গা তৈরি না করে মাঠ নষ্ট করে সব মঞ্চ তৈরি করছে এই সরকার। সারা ভারতবর্ষের রাজনীতি পাল্টে যাচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি পাল্টাবে না তা কখনো হয় না, আর পাহাড়ের রাজনীতি সুবিধার রাজনীতি, যেদিকে সুবিধা যেদিকে ক্ষমতা সেদিকে যায়। পাহাড়ের মানুষ ফুটবলের মতো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা হলো কখন কার সাথে থাকবে সেটাই ঠিক করতে পারছে না। বিজেপি পাহাড়ের মানুষের উন্নয়ন চায়। বাংলা ভাগ নিয়ে তিনি বলেন, “বিজেপি খোলা আকাশের মতো। ভারতীয় জনতা পার্টির একটাই নীতি একটাই বাংলা তাকে সোনার বাংলা বানাবো।”