কোথা থেকে উত্থান দুর্নীতি কাণ্ডে জড়িত প্রসন্ন রায়ের

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সদ্য জামিন পেয়েছেন চাকরি বিক্রির ‘মিডলম্যান’ প্রসন্ন রায়।

ইডি এবং সিবিআই সূত্রে খবর, নামে-বেনামে কমপক্ষে ৮০টির উপর সংস্থা রয়েছে প্রসন্নের। বাড়ি, গাড়ি, ফ্ল্যাট সহ নিজের ও স্ত্রীর নামে রয়েছে বিপুল সম্পত্তি। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দূর সম্পর্কের আত্মীয় এই প্রসন্ন।

প্রথম জীবনে রংমিস্ত্রি হিসেবে কাজ শুরু করলেও, পরে তিনি গাড়ির ব্যবসায় রমরমা হয় তার। শিক্ষা দফতরেও নাকি গাড়ি ভাড়া দিতেন তিনি। সিবিআই সূত্রে খবর, বিভিন্ন ভুয়ো সংস্থা খুলে দুর্নীতির কালো টাকা সাদা করার কাজ করতেন প্রসন্ন। তালিকায় ছিল গাড়ি, বাড়ি, হোটেল, নির্মাণ ব্যবসা থেকে শুরু করে চায়ের দোকানও। আপাতত জামিনে মুক্ত প্রসন্ন।